শীতে গরম, গ্রীষ্মে ঠান্ডা রাখবে তন্তুজের নতুন 'অহিংস' সিল্ক
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯, ১০:০৯
business news: মূলত অসমের ডিব্রুগড়, কোকরাঝাড়ে এই সিল্ক উৎপাদন হয়। এরি শব্দটির উৎপত্তি অসমের ‘এরা’ শব্দ থেকে। যার অর্থ কাস্টার। তবে ছত্তিসগড়, ঝাড়খণ্ড, ওডিশা মতো রাজ্যের কয়েকটি আদিবাসী প্রধান এলাকায় এরি উৎপাদিত হয়। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি ব্লকের খোয়ারডাঙায় আদিবাসী মানুষ এরি উৎপাদনের সঙ্গে যুক্ত। এক সময়ে অর্থাভাবে রাজ্যে এরির উৎপাদন প্রায় বন্ধ হতে বসেছিল।
- ট্যাগ:
- লাইফ
- সিল্ক পোশাক