কী অদ্ভুত কাণ্ড, প্যান্টের পেছনে চাক বানিয়েছে মৌমাছি!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯, ১৪:৫৮
গাছে মৌমাছি চাক বানায়। অনেক সময় বাড়ির পরিত্যক্ত কোনে বাসা বাঁধতে দেখা যায় বোলতা বা ভিমরুলকেও। কিন্তু প্যান্টের পেছনে চাক বানিয়েছে মৌমাছি, এ রকম দৃশ্য দেখেছেন কখনও? কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর একটি টুইটের সৌজন্যে সেই দৃশ্যই প্রত্যক্ষ করল নেট দুনিয়া।