You have reached your daily news limit

Please log in to continue


শান্তিরক্ষা মিশন থেকে দেশে ফিরলো ‘ফারুকে’র লাশ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বাংলাদেশ পুলিশের সদস্য মো. ওমর ফারুকের লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। বুধবার বেলা আড়াইটার সময় বাংলাদেশ পুলিশের অ্যাম্বুলেন্সযোগে ওমর ফারুকের নিথর দেহ গ্রহণ করেন পিতা আ. মালেক, মাতা ফিরোজা বেগম, স্ত্রী ফাতেমা খাতুন ও সন্তানাদি। পরিবারের আহাজারিতে এলাকায় শোকের মাতম শুরু হয়। নিহত ফারুককে এক নজর দেখার জন্য ভিড় করেন আশপাশের গ্রামের হাজার হাজার মানুষ। গত ৫ই আগস্ট সন্ধ্যার আগে মা, স্ত্রী ও তিন সন্তানের সঙ্গে কথা হয় ফারুকের। স্ত্রীকে তিনি বলেছিলেন, ছেলে-মেয়েদের লেখাপড়ার স্বার্থে ফুলবাড়ীয়া শহরে ভাড়া বাসা রাখার জন্য। আর মাত্র দুইমাস পরই দেশে ফিরবো। এ কথা বলতে বলতে মা ফিরোজা বেগম বার বার মূর্ছা যাচ্ছেন। জানা যায়, ২০১৮ সালের ২১শে সেপ্টেম্বর শান্তিরক্ষা মিশনে যায় নিহত ওমর ফারুক। গত ৫ই আগস্ট বাংলাদেশ সময় ২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ মালির বামাকো শহরে ক্লিনিক পাস্তর নামক হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। বুধবার বাদ আছর বরুকা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন