![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019August2/RAZZAK-1908210144-fb.jpg)
নায়করাজের মহাপ্রস্থানের দুই বছর
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ০৭:৪৪
ষাটের দশক থেকে শুরু করে পরবর্তী পাঁচ দশক এ দেশের মানুষের সবচেয়ে প্রিয় অভিনেতা নায়করাজ রাজ্জাক। সেলুলয়েডের ফিতায় আবহমান বাঙালির আনন্দ-বেদনা-ভালোবাসার অনন্য রূপকার তিনি। অনন্ত আকাশের হাতছানিকে আলিঙ্গন করে জীবনের সব গান শেষ করে ২০১৭ সালের আজকের এই দিনে নায়করাজ রাজ্জাক নীল আকাশে চিরদিনের জন্য হারিয়ে গেছেন। কিন্তু রাজ্জাক বেঁচে আছেন, থাকবেন বাঙালির হৃদয়রাজ্যের রাজা হয়ে।
- ট্যাগ:
- বিনোদন
- প্রস্থান
- নায়করাজ রাজ্জাক
- ঢাকা
- ভোলা জেলা