কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেসি-ইব্রা আছেন, নেই রোনালদো

মানবজমিন প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ০০:০০

বর্ষসেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত দশজনের তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ২০১৮ সালের ১৬ই জুলাই থেকে চলতি বছরের ১৯শে জুলাই পর্যন্ত হওয়া গোলগুলো থেকে বাছাই করা হয়েছে সেরা ১০টি গোল। এ তালিকায় রেকর্ড সপ্তমবারের মতো জায়গা করে নিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেসির সাবেক ক্লাব সতীর্থ ও লা গ্যালাক্সির বর্তমান খেলোয়াড় জ্লাতান ইব্রাহিমোভিচও রয়েছেন। তবে বাদ পড়েছেন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তালিকায় নারী ফুটবলার তিনজন। এরা হলেন অ্যামি রদ্রিগেজ, আজারা চাউত ও বিলি সিম্পসন। এবার ভোটাভুটি চলবে ১লা সেপ্টেম্বর পর্যন্ত। গত মৌসুমে রিয়াল বেটিসের বিপক্ষে অসাধারণ এক চিপ শটে গোল করেন মেসি। তার এই গোলটিই পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) টরন্টো এফসির বিপক্ষে সিজর কিকে করা সুইডিশ তারকা ইব্রাহিমোভিচের গোলটি স্থান পেয়েছে সংক্ষিপ্ত তালিকায়। ২০০৯ সাল থেকে প্রতি বছর দৃষ্টিনন্দন সব গোল বাছাই করে সেখান থেকে দেয়া হয় পুসকাস অ্যাওয়ার্ড। বিশ্বের স্বীকৃত যে কোনো ফুটবল টুর্নামেন্ট পুসকাস অ্যাওয়ার্ডের আওতাভুক্ত। গতবার এ পুরস্কার জিতেছিলেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। রোনালদো, ইব্রাহিমোভিচ ও নেইমার একবার করে পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন। তবে একবারো জেতেননি মেসি। ১০ জনের সংক্ষিপ্ত তালিকা১. ম্যাথিউজ সুনহা (ব্রাজিল, রেডবুল লাইপজিগ)২. জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন, এলএ গ্যালাক্সি)৩. লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা)৪. আজারা চাউত (ক্যামেরুন)৫. ফাবিও কোয়ালিয়ারেল্লা (ইতালি, সাম্পদোরিয়া)৬. হুয়ান ফার্নান্দো কুইন্তেরো (কলম্বিয়া, রিভার প্লেট)৭. অ্যামি রদ্রিগেজ (যুক্তরাষ্ট্র, উতা রয়্যালস)৮. বিলি সিম্পসন (উত্তর আয়ারল্যান্ড)৯. আন্দ্রেস টাউনসেন্ড (ইংল্যান্ড, ক্রিস্টার প্যালেস)১০. ড্যানিয়েস সরি (হাঙ্গেরি, ডেব্রেসেন এফসি)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও