হিমাচলে আটকে ২০০০ পর্যটক, মৃত বেড়ে ২৫
এইসময় (ভারত)
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯, ১৩:২৬
nation: বন্যায় ক্ষয়তক্ষতি মেটাতে বিশেষত রাস্তা পুনর্গঠন, জল ও বিদ্যুত্ সরবরাহ ফিরিয়ে আনার লক্ষ্যে সোমবার ১৫ কোটি টাকা বরাদ্দ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। যত দ্রুত সম্ভব কালকা-শিমলা, পাঠানকোট-মান্দি-মানালির মতো গুরুত্বপূর্ণ জাতীয় সড়কগুলি থেকে ধ্বংসস্তূপ সরানোর নির্দেশ দিয়েছেন তিনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আটক
- পর্যটক
- নিহত
- হিমাচল