ময়লা টাকা ও কয়েনের সঙ্গে হাতবদল হচ্ছে এসব ব্যাকটেরিয়া!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯, ১৫:৫৭
টাকা তো প্রতিনিয়তই হাতবদল হয়! তবে ভেবে দেখছেন কি, একেক জনের হাত থেকে লাগা ময়লা সেগুলোও কি হাতবল হয়? একেক জনের হাত ঘুরে আরেক জনের হাতে যাচ্ছে। ময়লা আর্বজনায় পড়ে যাওয়া টাকা আবার ফিরে আসছে হাতে হাতে। কিছু টাকায় এতো বেশি ময়লা থাকে, যা হাতে ধরতেও সংকোচ কাজ করে। এসব টাকায় রয়েছে ‘ই-কোলাই’ ও ‘ফেকাল কলিফর্ম’ জাতীয় ব্যাকটেরিয়া, যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।