![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/08/15/043426392b0010320a1ed337dc917b41-5d54ee6c0e2e8.jpg?jadewits_media_id=1462791)
আদ্রিয়ানের গল্পটা রূপকথাকেও হার মানায়
প্রথম আলো
প্রকাশিত: ১৫ আগস্ট ২০১৯, ১১:২৯
মাত্র দশ দিন আগেও কোনো 'চাকরি' ছিল না আদ্রিয়ানের। স্প্যানিশ এই গোলরক্ষক আদৌ শীর্ষ পর্যায়ের ফুটবল খেলতে পারবেন কি না, সন্দেহ ছিল। মাত্র দশ দিনের ব্যবধানে লিভারপুলের সেই স্প্যানিশ গোলরক্ষকই এখন উয়েফা সুপার কাপ বিজয়ী! জীবনের মোড় কীভাবেই না বদলে যায়! আদ্রিয়ানকেই জিজ্ঞেস করে দেখুন! দশ দিন আগেও তাঁর চাকরি-বাকরি কিছুই ছিল না। অথচ লিভারপুলের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে দলে যোগ দেওয়ার এক সপ্তাহের মাথাতেই...