লর্ডসে যে কারণে লাল ক্যাপ পরবে দু’দল
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা। ফুসফুস ক্যানসার নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য বিশেষ জার্সি ও টুপি পড়ে মাঠে নামবে দু’দল। লাল রঙের টুপি, জার্সির পেছনে লাল রঙের নম্বর আর জার্সিতে থাকবে বিশেষ লোগো- রুথ স্ট্রস ফাউন্ডেশনের। দাতব্য প্রতিষ্ঠানটিকে সমর্থন দিতেই বিশেষ জার্সি ও টুপি পড়ে মাঠে নামবেন পেইন-রুটরা। দর্শকদেরও বলা হয়েছে, এ প্রচারণাকে সমর্থন দিতে যতটা সম্ভব লাল রঙের পোশাক, টুপি পরে মাঠে আসতে। রুথ স্ট্রস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস। ফুসফুস ক্যানসারে ভুগে গত বছর মারা যান স্ট্রসের স্ত্রী রুথ। এরপরই রোগটির বিপক্ষে সচেতনতা বাড়ানো এবং গবেষণার মাধ্যমে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা বের করতে তহবিল সংগ্রহ করছেন স্ট্রস। ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক মাইকেল ভন এরই মধ্যে রুথ স্ট্রস ফাউন্ডেশনের তহবিলে সাহায্য করার কথা জানিয়েছেন টুইটারে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ২৫১ রানে জয় নিয়ে ১-০তে এগিয়ে সফরকারী অস্ট্রেলিয়া। এজবাস্টনে ওই টেস্টের ইভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞা পোহানো অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ।