![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/08/11/24658654261e61c0b85f776935fc21fe-5d4fe70a635c4.jpg?jadewits_media_id=1462163)
সৌদি আরবে ঈদ পালিত
প্রথম আলো
প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯, ১৫:৫৩
সৌদি আরবে আজ রোববার ঈদ পালিত হচ্ছে। সকালে মক্কার মসজিদুল হারামে (কাবা শরিফ) ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আরাফাতের ময়দানে অবস্থান করা হজের ফরজ। এই ময়দানে নামিরা মসজিদ থেকে হজের খুতবা দেওয়া হয়। নিয়ম হচ্ছে, কেউ মসজিদের জামাতে শামিল হতে না পারলে নিজ নিজ তাঁবুতেই জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন। তবে সে ক্ষেত্রে জোহর এবং আসরের নামাজ একত্রে না পড়ে জোহর এবং আসরের ওয়াক্তে আলাদা আলাদাভাবে পড়তে হবে।...