ঘরে ঘরে চলছে কোরবানির পশুর পরিচর্যা
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯, ১৫:৫২
ঢাকা: রাত পোহালেই ঈদুল আজহা। আর ঈদুল আজহা মানেই পশু কোরবানি করা। সোমবার যারা জন্য পশু কোরবানি করবেন তারা ইতোমধ্যেই পশু কিনেছেন। রাজধানী ঢাকায় যেহেতু পশু রাখার জন্য আলাদা জায়গা খুব কম, সেজন্য যার যার বাড়ির গ্যারেজ, সামনের সামান্য খোলা জায়গা, কেউ কেউ বাড়ির সামনের ফুটপাতে অস্থায়ীভাবে ত্রিপল আর বাঁশ দিয়ে তৈরি করেছেন পশু রাখার ঘর। সেখানেই বেঁধে রাখা হয়েছে গরু-খাসি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কোরবানি
- পশুহাট
- ঈদুল আজহা - ২০১৯
- ঢাকা