এটিএন বাংলায় দুই ছবির টিভি প্রিমিয়ার

মানবজমিন প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯, ০০:০০

এবারের ঈদে দুটি ছবির টিভি প্রিমিয়ার সহ ২০টি বাংলা চলচ্চিত্র প্রচার করবে এটিএন বাংলা। দশ দিনব্যাপী ঈদ আয়োজনের প্রতিদিনই প্রচার হবে দুটি করে বাংলা ছায়াছবি। একটি প্রচার হবে সকাল ১০টা ৫০ মিনিটে আর অন্যটি দুপুর ৩টায়। ঈদের দিন দুপুর ৩টায় হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘লিডার’ এর টিভি প্রিমিয়ার। দিলশাদুল হক শিমুল পরিচালিত এ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। এ ছাড়া ঈদের তৃতীয় দিন দুপুর ৩টায় হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘নায়ক’ এর টিভি প্রিমিয়ার। ছবিটি পরিচালনা করছেন ইস্পাহানী আরিফ জাহান। অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, অধরা, মৌসুমী, অমিত হাসান প্রমুখ। এ দুটি চলচ্চিত্র ছাড়াও ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘প্রেমিক নাম্বর ওয়ান’, ‘জান কোরবান’, ‘বসগিরি’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘রাবেয়া’, ‘এইতো প্রেম’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘খোদার পরে মা’, ‘ভালবাসি তোমাকে’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’, ‘যদি বউ সাজোগো’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘বস নাম্বার ওয়ান’, ‘আমার বুকের মধ্যিখানে’, ‘দরিয়া পাড়ের দৌলতি’, ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘কোটি টাকার প্রেম’ এবং ‘তোমাকে বউ বানাবো’ শিরোনামের চলচ্চিত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও