ডিভিডিতে ফয়জু মুন্সি বাংলা ছবি দেখায়। চা দোকানের পেছনে তার মিনি সিনেমা হল। সেখানে গ্রামের পোলাপানের আড্ডাখানা।দুপুরের শো’তে নায়ক জসিম যখন জাম্বুর মাথা ফাটাচ্ছিল বাংলা মদের বোতল দিয়ে, তখনই বাড়ি থেকে খবর পাঠায় ফয়জুর বউ সেতারা- উঠানের পাশে নারকেলগাছ কাঁদছে! ফকির বাবাকে সঙ্গে নিয়ে বাড়ি আসে ফয়জু।