শ্রীলঙ্কার নির্বাচক পদেও এসেছে পরিবর্তন
আমাদের সময়
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ১৫:১৫
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রধান কোচ হাথুসিংহের সঙ্গে চুক্তি অব্যাহত রেখে জেরোমে জয়ারত্নেকে নিয়োগ দেয় শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এবার প্রধান নির্বাচক পথেও এনেছে পরিবর্তন। অশান্থা ডি মেলকে করা প্রধান নির্বাচক।। সেই সঙ্গে নির্বাচক কমিটির সদস্য চামিন্দা মেন্ডিসও আগের দায়িত্ব পালন করবেন। নির্বাচক কমিটিতে নতুন করে যোগ হয়েছেন ভিনোথান জন। এই তিনজনের সমন্বয়ে গঠিত …