কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জার্মানির ইতিহাসে সব থেকে বড় কোকেনের চালান আটক

শুক্রবার জার্মান বন্দর নগর হামবুর্গের শুল্ক বিভাগ সাড়ে চার টন কোকেন জব্দ করে। এর মূল্য এক বিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় ৯ হাজার ৩৭৬ কোটি টাকা। জার্মানির উত্তরাঞ্চলীয় শহরটির শুল্ক বিভাগ জানিয়েছে, দুই সপ্তাহ আগে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও থেকে দু'টি রহস্যজনক কন্টেইনার হামবুর্গ বন্দরে এসে পৌঁছায়। এগুলোর গন্তব্য ছিল  বেলজিয়ামের শহর অ্যান্টওয়র্প। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে। কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, এগুলোর বিবরণে লেখা ছিল যে এর মধ্যে সয়াবিন আছে। কিন্তু তারা পরীক্ষা করে ২২১টি  স্পোর্টসব্যাগে সংকুচিত কোকেনের চার হাজার ২০০টি প্যাকেট পায়। জার্মানিতে এর আগে কোকেনের এত বড় চালান আটক হয়নি বলেও জানায় তারা। এই চালানটি কার বরাবর যাবার কথা ছিল, তা খতিয়ে দেখছে হামবুর্গের প্রসিকিউটরের অফিস। জব্দ করা কোকেনগুলো অত্যন্ত নিরাপত্তার সঙ্গে নষ্ট করে দেয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন