কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মৌলভীবাজারে ভিটেমাটি রক্ষায় ক্ষতিগ্রস্তরা আন্দোলনে

মানবজমিন প্রকাশিত: ০৪ আগস্ট ২০১৯, ০০:০০

আধা কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন। অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত প্রায় সহস্রাধিক নারী-পুরুষ। তাদের একটাই দাবি- নিজের মাথাগোঁজার ঠাঁই রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া। গতকাল সকালে সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের চানপুর মনু নদী তীরবর্তী মসজিদের সামনের সড়কে বিশাল মানববন্ধন করেন স্থানীয় দুর্ভোগগ্রস্তরা। ওই ইউনিয়নের চানপুর, শেওয়াইজুরি, সুমারাই ও আমুয়া গ্রামের মানুষ মানববন্ধন করে মনুনদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জোর দাবি জানায়। মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন থেকে নদীর বাঁধ মেরামত না করায় ৪টি গ্রামের প্রায় ৫ সহস্রাধিক লোকজনের ভিটেমাটি নদীতে বিলীন হওয়ার উপক্রম। তাছাড়া গেল প্রায় ২ মাস থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মহা হুমকিতে পড়েছে ওই এলাকার মসজিদ, মন্দির, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঘরবাড়ি। একটি চক্র দাপট ও ভয় দেখিয়ে স্থানীয় লোকজনদের জিম্মি করেই বীরদর্পে চালিয়ে যাচ্ছে তাদের এই অবৈধ কার্যক্রম। তাদের এই কাজে নিষেধ করলে প্রাণনাশের হুমকি দেয়। তাদের এমন কার্যক্রমে ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। আশেপাশের বাড়িঘরগুলোও রয়েছে চরম ঝুঁকিতে। এখনই দ্রুত পদক্ষেপ না নিলে চরম ক্ষতিগ্রস্ত হবেন এই অঞ্চলের নদী তীরবর্তী বাসিন্দারা। আমীর আলীর পরিচালনায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর ব্যানারে ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি আজাদ মিয়া। বক্তব্য রাখেন আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আহমদ, মৌলভীবাজার জেলা বন্যা প্রতিরক্ষায় প্রেশার গ্রুপের সদস্য সচিব সাংবাদিক মু. ইমাদ উদ দীন, ক্ষতিগ্রস্ত নদী তীরের বাসিন্দা মো. নরুল হক, খালেদ আহমদ, মুরাদ আহমদ, নিবারণ বর্মণ, চানপুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুস সোবহান প্রমুখ। বৃষ্টি উপেক্ষা করে ক্ষতিগ্রস্ত নদী তীরবর্তী বাসিন্দা নারী-পুরষ ও শিশুরাও নানা দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তরা বলেন, সম্প্রতি এলাকাবাসী তাদের এ দুর্ভোগের বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। বক্তারা বলেন, অবিলম্বে নদীর বাঁধ মেরামত ও নির্মাণ, ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ক্ষতিগ্রস্ত নদী তীরের বাসিন্দাদের পুনর্বাসনের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের এই ন্যায্য দাবি আদায় করতে সংশ্লিষ্টদের বাধ্য করবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও