![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/08/03/e7fd1490d6054edd80c126c09c23795c-5d454ab151fa5.jpg?jadewits_media_id=1460039)
ইসলামের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখছেন হজযাত্রীরা
প্রথম আলো
প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ১৪:৪৮
হজের আনুষ্ঠানিকতা শুরু হতে এক সপ্তাহ বাকি নেই। হজযাত্রীরা মসজিদুল হারামে নামাজ আদায়ের পাশাপাশি ইসলামের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করছেন। ছোট ছোট দলে নিজ উদ্যোগে অথবা এজেন্সির বাস ভাড়া করে জিয়ারা বা ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করছেন। জাবালে সাওর কাবা শরিফ থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত। জাবাল মানে পাহাড়, সাওর অর্থ গুহা। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে শত্রুর হাত থেকে বাঁচতে হজরত আবু বকর...