![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/08/03/73858d38ecb6ecdb34b4864f86bd0734-5d453ed77c3d1.jpg?jadewits_media_id=1460029)
ঘটি-বাঙাল লড়াই থেকে জন্ম নেওয়া ক্লাবের ১০০ বছর
প্রথম আলো
প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ১৩:৫৬
১ আগস্ট এক শ বছরে পা দিল ইস্ট বেঙ্গল। নামটাই বলে দিচ্ছে, পশ্চিম বাংলার ক্লাবটি ধরে রেখেছে এই বাংলার আবেগ ও নাড়ির টান। প্রথম আলোর জন্য ওই বাংলা থেকে লিখেছেন খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক রূপক সাহা ইস্টবেঙ্গলকে কেন জানি না আমার, ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ক্লাবের মতো বলে মনে হয়। জনতার ক্লাব, খেটে খাওয়া মানুষের জন্য, তৈরিও তাদের হাতে। যাদের সঙ্গে তুলনাটা করছি, তারা ইতিমধ্যেই শতবর্ষ অতিক্রম করে গেছে।...