![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-70507825,width-650,resizemode-4/news-for-toi.jpg)
পাঁচিল পেরিয়ে চিড়িয়াখানায় জিরাফের পিঠে চড়ল মদ্যপ!
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ১০:১৩
world: সূত্রের খবর, ওই যুবক আগুপিছু না ভেবেই জিরাফের সামনের চলে যায় এর পর পরিখা পেরোয়। দু’টি পরিখা সটান চলে যায় জিরাফের কাছে৷ কোনওক্রমে চড়ে বসে তার পিঠে৷ গায়ে হাত বুলিয়ে দেওয় সে। পিঠে চড়িয়ে ওই যুবককে চিড়িয়াখানার বেশ খানিকটা ভিতরে নিয়ে যায়৷
- ট্যাগ:
- জটিল
- চিড়িয়াখানা
- জিরাফ
- মদ্যপ অবস্থা
- কাজাখস্তান