মিডরেঞ্জ সেগমেন্টে Snapdragon 710 চিপসেট আর পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল Realme X। অন্যদিকে দশ হাজারের নীচে চারতে এসেছিল Realme 3i। শুক্রবার দুপুর 12 টায় Flipkart আর Realme ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই দুই Realme স্মার্টফোন।