হলিউডের ছবির দর্শকদের নড়ে-চড়ে বসার সময় হয়েছে। আবার পর্দায় আসছে চোখ ধাঁধানো গতির খেলা আর মারকুটে ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। আজ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিরিজের নতুন ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস: হবস অ্যান্ড শ’। বাংলাদেশের দর্শকরাও একই দিন থেকে ছবিটি দেখতে পাচ্ছেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে। এবার নিয়ে মোট ৮টি ছবি পর্দায় এসেছে এই ফ্রাঞ্চাইজির। আগের সবক’টিই বক্সঅফিস মাত করেছে। সর্বশেষ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এরপর থেকে ভক্তরা মুখিয়ে ছিলেন নতুন ছবির জন্য। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ মানেই দুরন্ত গতি আর রোমাঞ্চ। সেই সঙ্গে এক ফ্রেমে থাকছে ভিন ডিজেল, ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথামের মতো অ্যাকশন তারকাদের অভিনয়। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা ইদরিস এলবা। তবে তিনি খল চরিত্রে থাকছেন। ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথামের বিপরীতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে। ‘ডেডপুল টু ছবির পরিচালক ডেভিড লিচ নতুন কিস্তিটি পরিচালনা করেছেন। ডোয়াইন জনসন তার চরিত্র লুক হবস চরিত্রেই দেখা দেবেন। জেসন স্ট্যাথাম থাকবেন অপরাধী ডেকার্ড শ হিসেবে। ছবির পাণ্ডুলিপি লিখেছেন ক্রিস মর্গান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.