কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোশাররফের ‘কিং’ হয়ে ওঠার গল্প

মানবজমিন প্রকাশিত: ০২ আগস্ট ২০১৯, ০০:০০

ঢাকার পাশে টঙ্গীর আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে কাশেম গ্রুপ। দলটা পরিচালনা করে লিডার কাশেম। টঙ্গীর অপরাধ জগৎ মানে- চাঁদাবাজি, খুন, রাহাজানি, আতঙ্ক সৃষ্টি সবই কাশেম গ্রুপের কাজ। টানা ১৫ বছর ধরে এই টঙ্গীর নিয়ন্ত্রণ তার হাতে। এমন একটা ক্ষমতাবান গ্রুপে আছেন মোশাররফ করিম। এক রাতে গানের আসর শেষে তাকে সঙ্গে নিয়ে লিডার কাসিম বাসার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু হঠাৎ রাতে বেশি মদ্যপান ও অস্থিরতার কারণে হার্ট অ্যাটাক হয় তার। পথেই মৃত্যুবরণ করে বহুদিনের ক্ষমতাবান লিডার কাশেম। মোশাররফ করিম তার লাশটা ইটভাটায় গুম করে। হাতে নেয় বসের মুঠোফোন। তারপর সারাদিন বসের মুঠোফোন দিয়ে নানা প্রতিশোধমূলক কাজে মেতে ওঠে। মুঠোফোনের মেসেজ ব্যবহার করে সে হয়ে ওঠে ‘দ্যা কিং’। আসছে ঈদে ‘রাজন: ‘দ্যা কিং’ শিরোনামের একটি নাটকে এভাবেই দেখা যাবে এই অভিনেতাকে। অপূর্ণ রুবেলের চিত্রনাট্যে এটির গল্প ও পরিচালনায় রয়েছেন মুরসালিন শুভ। এতে আরো অভিনয় করেছেন শামীম হাসান সরকার, অর্ষাসহ অনেকে। ঈদের আগের দিন আরটিভিতে নাটকটি প্রচার হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও