‘দেশীয়ভাবে উৎপাদিত দুধে স্বাস্থ্য ঝুঁকি নেই’

মানবজমিন প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০২:৫৬

দেশীয়ভাবে উৎপাদিত কোন ব্র্যান্ডের দুধে স্বাস্থ্য ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) পুষ্টি ইউনিট। বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) পুষ্টি ইউনিটের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাণ, মিল্কভিটাসহ পাস্তুরিত দুধে কোনো ভারী ধাতু, অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ পাওয়া যায়নি।সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক (পুষ্টি) ড. মো. মনিরুল ইসলাম দুধে অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লেষণের ফলাফল তুলে ধরেন।তিনি জানান, দেশীয়ভাবে উৎপাদিত তরল দুধ নিয়ে বিতর্ক ওঠার পর বিএআরসির পক্ষ থেকে দুধে অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লেষণ করার জন্য ১৬টি নমুনা ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে