আসামে জঙ্গি গোষ্ঠী জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-এর (জেএমবি) ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানকার বরপেটা জেলার এসপি রবিন কুমার সাংবাদিকদের বলেছেন, ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে তারা জেএমবির কর্মকাণ্ডের ওপর নজর রাখছিলেন। তার ভাষায়, সোমবার রাতে ভবানিপুর এলাকায় তিন জেএমবি ক্যাডারের উপস্থিতির খবর পাই আমরা। সেখানে অভিযান চালিয়ে হাফিজুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। উদ্ধার করা হয় দেশে তৈরি একটি রিভলবার ও চার রাউন্ড গুলি। তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার আবার অভিযান চালানো হয়। এ সময় দুই জেএমপি সদস্যকে গ্রেপ্তার করা হয় কোয়েকুচি এলাকা থেকে। তারা হলো সরিফুল ইসলাম ও ইয়াকুব আলী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.