কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

মানবজমিন প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০০:০০

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপির সীমান্ত পিলার ১৭৮ নম্বর ভারতের শুভদল বিএসএফ’র ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের সফিকুল ইসলামের ছেলে দুলাল উদ্দিন (২০)।স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত গভীর রাতে দুলাল সহ ৪-৫ জনের একটি দল কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৮ মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশের পর ভারতের শুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে দুলাল গুরুতর আহত হয়। এ সময় তার সহযোগীরা দুলালকে আহত অবস্থায় আনার সময় গতকাল ভোর সাড়ে ৪টার দিকে মারা গেলে সীমান্ত থেকে ১শ’ গজ দূরে ভারতের অভ্যন্তরে লাশ ফেলে পালিয়ে আসে। এ সংবাদ লেখা পর্যন্ত লাশ ভারতের অভ্যন্তরেই পড়ে ছিল। বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য কফিল উদ্দিন আহম্মেদ।  তবে এ ব্যাপারে চাঁপাই নবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও