দাওয়াত না দেওয়ায় ১৪ গ্রামবাসীর সংঘর্ষ, ১০ কিমি যানজট মহাসড়কে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই ইউনিয়নের ১৪টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পুখুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। এ সময় আশপাশের হাজারো মানুষ মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ালে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় বাজারের অনেকগুলো দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। উভয় পক্ষে পাল্টাপাল্টি হামলায় ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন। খবর পয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে শিক্ষাপ্রতিষ্ঠাটির কর্তৃপক্ষের দাবি, দুই মৌজার বাসিন্দাদের পূর্ববিরোধকে কেন্দ্র করে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানকে ভন্ডুল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে একটি মৌজার ১০ গ্রামের মানুষ হামলা চালায় এবং শিক্ষক ও শিক্ষার্থীদের তিন ঘণ্টাব্যাপী অবরুদ্ধ রাখে।