ওয়েবক্যামের মাধ্যমেও ডিভাইসে ম্যালওয়্যার ঢুকে বিপদে ফেলতে পারে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৫

অনলাইন চ্যাট, অফিসের ভার্চুয়াল মিটিং কিংবা সন্তানদের অনলাইন কোচিং আজকের দিনে এসবের জন্য ওয়েবক্যাম ব্যবহার প্রায় বাধ্যতামূলক হয়ে উঠেছে। করোনা পরবর্তী সময়েও বহু কাজ এখনো অনলাইনেই সারা হচ্ছে। ফলে প্রয়োজন না থাকলেও অনেক সময় ওয়েবক্যাম চালু রাখার অভ্যাস তৈরি হয়েছে। আর এই অভ্যাসই ডেকে আনতে পারে বড়সড় সাইবার বিপদ।


সাইবার অপরাধীরা ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের মাধ্যমে গোপনে ওয়েবক্যামের নিয়ন্ত্রণ নিতে পারে। এর ফলে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করে ব্ল্যাকমেল করা বা দীর্ঘদিন নজরদারির মতো ভয়ংকর ঘটনা ঘটতে পারে।


যে সময় ওয়েবক্যাম ব্যবহারের দরকার নেই, তখন সেটি টেপ বা স্লাইড কভার দিয়ে ঢেকে রাখা ভালো। প্রয়োজন হলে খুলে ব্যবহার করুন, কাজ শেষ হলে আবার ঢেকে দিন। পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন বা ট্যাব সব ডিভাইসেই নিয়মিত অ্যান্টিভাইরাস স্ক্যান চালান। স্ক্যানে যদি কোনো সন্দেহজনক স্পাইওয়্যার বা ম্যালওয়্যার ধরা পড়ে, তাহলে দেরি না করে সেটিকে কোয়ারান্টিন বা সম্পূর্ণভাবে ডিলিট করুন। না করে রাখলে বিপদ আরও বাড়তে পারে।


নতুন কোনো অ্যাপ ইনস্টল করার সময় খুব সতর্ক থাকুন। অ্যাপটি কোন কোন পারমিশন চাইছে, বিশেষ করে অপ্রয়োজনে ক্যামেরা অ্যাকসেস নিচ্ছে কি না সেদিকে নজর দেওয়া জরুরি। শুধু লাইসেন্সপ্রাপ্ত অ্যান্টিভাইরাসই নয়, আলাদা করে অ্যান্টি-স্পাইওয়্যার সফটওয়্যার ব্যবহার করাও নিরাপত্তা বাড়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও