৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ১৩:৪২

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে পরিবারের পাশাপাশি বন্ধুদের সমর্থন পাওয়াতে নতুন উদ্দীপনা ও প্রত্যয়ের সঙ্গে এগোবেন। আবার প্রেমে উড়ার সুযোগ প্রবল। তবে ব্যক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না। সপ্তাহের মাঝদিকে আনাকাঙ্ক্ষিত চিন্তাগুলো মন দখল করে রাখতে পারে। নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন। কারণ খালি মস্তিষ্ক হল শয়তানের কারখানা। সপ্তাহের শেষদিকে জীবনসঙ্গীর সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদের পরও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবে, ফলে সঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে বিচক্ষণতা ব্যবহার করুন। অনেক বেশি অতিথির বিনোদন সপ্তাহান্তের মেজাজ নষ্ট করে দিতে পারে। তবে উৎসাহিত হোন, কারণ সম্ভবত অনেক পুরানো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। সপ্তাহের মঝাদিকে প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন। গভীর ভাবপূর্ণ ভালোবাসায় উচ্ছাস অনুভূত হবে। এটির জন্য কিছু সময় বের করতে কার্পণ্য করবেন না। সপ্তাহের শেষদিকে হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত। কারণ এটি সম্ভাবনা হ্রাস করবে, পাশাপাশি শারীরিক সমন্বয়কেও নষ্ট করবে।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে ভালো অর্থ উপার্জন করবেন। তবে খরচ বৃদ্ধির ফলে সঞ্চয় করা কঠিন হবে। কিছু মানুষের মনে হতে পারে, নতুন কিছু শেখার বিষয়ে বেশি বয়স্ক। তবে এটা সত্যি নয়। প্রখরতা আর সক্রিয় মনের কারণে সহজেই নতুন কিছু শিখতে পারবেন। সপ্তাহের মাঝদিকে অস্বস্তি মানসিক শান্তির নষ্ট করতে পারে। তবে কোনো বন্ধু এর থেকে বের হওয়ার জন্য সাহায্য করবে। সপ্তাহের শেষদিকে ভালোবাসা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। সময়টি ভালোবাসর জন্য। হাসি দিয়ে শুরু হবে আর একে অপরের স্বপ্ন দিয়ে শেষ হবে।


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে ব্যস্ত সময়সূচীর পরও স্বাস্থ্য সুন্দর থাকবে। তবে জীবনকে নিশ্চিতভাবে নেবেন না। উপলব্ধি করুন যে, জীবনের প্রতি যত্নই হল আসল ব্রত। এ সময় করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। সপ্তাহের মাঝদিকে চমক দিয়ে ভাই উদ্ধার করতে আসবে। একে অপরকে খুশি করার জন্য প্রয়োজন সমর্থন করা আর ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করা। সপ্তাহের শেষদিকে পরিবারের কোনো সদস্য যদি বিরক্ত করে তাহলে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সীমা বেধে দিন।


সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে খুব একটা লাভদায়ক সময় নয়। কাজেই টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন। শ্রেষ্ঠতর জীবনের জন্য স্বাস্থ্য ও সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। সপ্তাহের মাঝদিকে সন্দেহজনক আর্থিক যোজনায় প্রতারিত হবেন না। বিনিয়োগ অত্যন্ত যত্ন করে করবেন। যদি যথাযথ উপদেশ না নিয়েই বিনিয়োগ করে থাকেন, তবে ক্ষতি হওয়ার সম্ভাবনা। সপ্তাহের শেষদিকে মানসিক শক্রুরা যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, সেটা উপলব্ধি করবেন। তাই এখন উপযুক্ত সময় হল, মনে কোনো আনাকাঙ্ক্ষিত চিন্তাকে প্রশ্রয় না দেওয়া।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে করা সেচ্ছামূলক কাজ ইতিবাচকভাবে দেখতে সাহায্য করবে। আজকেই জন্য বাঁচার প্রবণতা আর সেটা থেকে বিনোদন খাতে অধিক খরচ করায় লাগাম দিন। সপ্তাহের মাঝদিকে এমন কোনো কাজকর্মে নিযুক্ত হোন যা উৎসাহ ব্যঞ্জক আর আপনাকে ভারমুক্ত করবে। সময়টিকে সবচেয়ে ভালো করতে লুকনো গুণাবলী ব্যবহার করুন। সপ্তাহের শেষদিকে জিভকে সংযত করতে হবে। যাতে বয়স্ক গুরুজনদের মনে আঘাত না লাগে। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয়।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে আপনার উদ্দেশ্য কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। মানুষ আপনার প্রচেষ্ঠার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে। পরোপোকারের কাজে মানসিক শান্তি পাবেন। সপ্তাহের মাঝদিকে ভ্রমণ ও অর্থ ব্যবয় করার মেজাজে থাকবেন। তবে এটা করলে দুঃখিত হবেন। খরচ বৃদ্ধি মনকে ভাবিত করে তুলবে। সপ্তাহের শেষদিকে প্রবল সহনশীলতা ও নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলে উন্নতি হবে। এই গতি ধরে রাখুন যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উৎসাহিত হবেন।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে আধ্যাত্মিকতার চর্চা করার উপযুক্ত সময়। যা মানসিক চাপ দূর করতে সাহায্য করবে। বসের ভালো মেজাজ সমস্ত কর্ম পরিবেশকে সুন্দর করে দেবে। সপ্তাহের মাঝদিকে দান করা মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে। কারণ সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন, যেমন- সন্দেহ, নিরুৎসাহ, লোভ, বিশ্বাসের অভাব, অহংকার। সপ্তাহের শেষদিকে অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করেন, তবে আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ আসতে পারে। আর্থিক সমস্যা গঠনমূলক চিন্তার সামর্থকে বিনষ্ট করবে।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নওয়া উচিৎ নয়। ধ্যান ও যোগ মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে। সফর ও ভ্রমণ আনন্দ আনবে। অত্যন্ত শিক্ষামূলক হবে। সপ্তাহের মাঝদিকে কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভের সম্ভাবনা। একক নিয়ন্ত্রণকারীর অবস্থান লাভ করতে সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন। সপ্তাহের শেষে ভবিষ্যত পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময়। তবে পরিকল্পনাগুলো যথাসম্ভব বাস্তব সম্মত করার চেষ্টা করুন।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে মনের কথা বলতে ভয় পাবেন না। বিয়ে জীবনে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে। ভাগ্যের ওপর নির্ভর করবেন না। সপ্তাহের মাঝদিকে কোনো ধর্মীয় স্থানে সময় ব্যয় করা মনের প্রশান্তি বাড়িয়ে তুলতে পারে। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর ও চাপপূর্ণ হবে। সপ্তাহের শেষদিকে উপলব্ধি করতে পারবেন, কর্মক্ষেত্রে ভালো কিছু করার জন্য পরিবারের সহযোগিতা রয়েছে। পেশাদারী ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। পেশাদারী ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে ইচ্ছাশক্তির অভাব আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। একটু প্রচেষ্টার সঙ্গে সময়টি বিবাহিত জীবনের সেরা সময় হতে পারে। সঙ্গী আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে। সপ্তাহের মাঝদিকে আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময়ও বিশেষ যত্ন নিন। রক্তচাপের রোগিরা ভিড় বাসে চাপার সময় স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল হোন। সপ্তাহের শেষদিকে ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়বে। এমন একটি সময় যখন রোমান্টিক সফরে যেতে পারেন। সফর করা আনন্দদায়ক ও লাভজনক হবে।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে বুঝতে পারবেন প্রেমই সব কিছুর বিকল্প। মিষ্টি ভালোবাসার জীবনে চমকপ্রদ মসলার উপস্থিতি লক্ষ্য করবেন। চারপাশের মানুষ আপনাদের সম্পর্কে বিভেদ তৈরি করার চেষ্টা করবে, সতর্ক থাকুন। সপ্তাহের মাঝদিকে বিবাহিত জীবন, পরিবারের মাধ্যমে বিরূপ প্রভাব পড়তে পারে। তবে দুজনের বুদ্ধিমত্তার সাথে সামলে নেবেন। সপ্তাহের শেষদিকে উত্তজনাপূর্ণ সময়, ঘনিষ্ট সহকারীদের সঙ্গে বেশ কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজ করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সমস্যায় ফেলতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও