জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও চরকির বাজিমাত, ‘সুড়ঙ্গ’ পেল ৮ পুরস্কার

প্রথম আলো প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ১৩:৩৮

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর মঞ্চে এবার বাজিমাত করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। চরকির সহপ্রযোজনায় নির্মিত আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’ একাই জিতেছে ৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়, সংলাপ, গান, চিত্রগ্রহণ থেকে শুরু করে শিল্পনির্দেশনা ও পোশাক-সাজসজ্জা-গুরুত্বপূর্ণ প্রায় সব বিভাগেই পুরস্কার পেয়েছে সিনেমাটি। এই পুরস্কারপ্রাপ্তির মধ্য দিয়ে কেবল একটি সিনেমার সাফল্য নয়, বরং ওটিটি ও প্রেক্ষাগৃহ একসঙ্গে কাজ করে ইন্ডাস্ট্রি গড়ার মডেলটিই রাষ্ট্রীয় স্বীকৃতি পেল, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।


যে আট বিভাগে পুরস্কার পেল ‘সুড়ঙ্গ’



  • আফরান নিশো—সেরা অভিনেতা

  • শহীদুজ্জামান সেলিম—সেরা কৌতুক অভিনেতা

  • মনির আহাম্মেদ শাকিল—পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা

  • রায়হান রাফী ও সৈয়দ নাজিদ উদ দৌলা—সেরা সংলাপ রচয়িতা

  • অবন্তী সিঁথি—সেরা গায়িকা

  • শহীদুল ইসলাম—সেরা শিল্পনির্দেশক

  • সুমন সরকার—সেরা চিত্রগ্রাহক

  • বীথি আফরীন—সেরা পোশাক ও সাজসজ্জা

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও