যাদের চরিত্র পাল্টায়নি, তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না: জামায়াতের আমির

প্রথম আলো প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ২১:৩৬

যাদের চরিত্র পাল্টায়নি, তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান।


আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে কুমিল্লা–৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।


নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলেন, ‘১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য ১৮ কোটি মানুষ মুখিয়ে আছে। কিন্তু যারা এখনো ফ্যাসিবাদের আচরণ করছে জাতির সাথে, তাদেরকে দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া যাবে না। যারা জুলাই মানে না, সংস্কার মানে না, তাদেরকে দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে, তাদেরকে বেছে নিতে হবে। এই সাহস আল্লাহর মেহেরবানিতে জামায়াতে ইসলামীর আছে। দফায় দফায় জামায়াতের নেতাদের সাজানো সাক্ষী আর পাতানো আদালত দিয়ে হত্যা করা হয়েছে। এরপরও জামায়াত কারও কাছে মাথা নত করেনি, দেশ ছেড়েও পালায়নি। আমরা ছিলাম, আছি, ইনশা আল্লাহ থাকব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও