পেঁপের ভেতরে পেঁপে, বিরল দৃশ্য দেখতে উৎসুক জনতার ভিড়

এনটিভি প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ১৮:০৪

ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর এলাকায় একটি পেঁপের ভেতর আরেকটি ছোট পেঁপে পাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিরল এই প্রাকৃতিক দৃশ্যটি দেখতে লুৎফর রহমান বাবুর বাড়িতে ভিড় জমাচ্ছেন কৌতূহলী প্রতিবেশীরা।


স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান (বাবু) জানান, তিনি নিজের বাড়ির গাছ থেকে একটি পেঁপে পেড়ে আনেন। খাওয়ার জন্য পেঁপেটি কাটতেই তিনি অবাক হয়ে যান। তিনি দেখেন, পেঁপের ভেতরের স্বাভাবিক বীজের পাশাপাশি স্পষ্টভাবে আরেকটি ছোট পেঁপে গজিয়ে উঠেছে।


বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আবির বলেন, ‘খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই। পেঁপের ভেতরে হুবহু আরেকটি ছোট পেঁপে দেখে আমি সত্যিই বিস্মিত। এমন দৃশ্য আগে কখনও দেখিনি, তাই ভিডিও করে রেখেছি।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও