প্রি-ম্যাচিউর শিশু জন্ম, একটি নীরব স্বাস্থ্যঝুঁকি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ১৭:১৫

একটি সুস্থ শিশুর জন্ম প্রতিটি পরিবারের স্বপ্ন। কিন্তু বাস্তবতায় দেখা যায়, অনেক মা সময়ের আগেই সন্তান জন্ম দেন কিংবা শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্রি-ম্যাচিউর ডেলিভারি ও লো বার্থ ওয়েট। এসব শিশুর ক্ষেত্রে শারীরিক জটিলতা, রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকা এমনকি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিও দেখা দিতে পারে।


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে অধ্যাপক ডা. রেজাউল করিম কাজল জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিছু সচেতন পদক্ষেপ নিলে প্রি-ম্যাচিউর বা কম ওজনের সন্তান জন্ম নেওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।


প্রি-ম্যাচিউর ও কম ওজনের শিশুর অর্থ কী?


চিকিৎসকদের মতে, ৩৭ সপ্তাহের আগেই যদি শিশু জন্ম নেয়, তাকে প্রি-ম্যাচিউর বলা হয়। জন্মের সময় শিশুর ওজন যদি ২.৫ কেজির কম হয়, তাহলে তাকে কম ওজনের শিশু ধরা হয়। এই দুই সমস্যাই মা ও শিশুর জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে।


কেন সময়ের আগে বা কম ওজনের শিশু জন্ম নেয়? এই প্রশ্নের উত্তরে ডা. রেজাউল করিম কাজলের বলেন, এর পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করতে পারে। যেমন- গর্ভাবস্থায় মায়ের অপুষ্টি, রক্তস্বল্পতা (হিমোগ্লোবিন কম থাকা), উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস, বারবার সংক্রমণ বা প্রস্রাবে জ্বালা, অতিরিক্ত শারীরিক বা মানসিক চাপ, ধূমপান বা ধোঁয়াযুক্ত পরিবেশে থাকা,আগের গর্ভধারণে জটিলতার ইতিহাস। অনেক সময় মা নিজেই বুঝতে পারেন না, তার দৈনন্দিন অভ্যাসই ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও