ভারতের বাইরে নিপা ভাইরাস ছড়ানোর ‘ঝুঁকি কম’ দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিডি নিউজ ২৪ ভারত প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ১৬:২১

ভারতের বাইরে প্রাণঘাতী নিপা ভাইসার ছড়ানোর ঝুঁকি কম দেখায় ভ্রমণ বা বাণিজ্যে বিধিনিষেধের দরকার দেখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


ভারতীয় কর্তৃপক্ষ দুইজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি পাওয়ার কথা জানানোর কয়েকদিন পর শুক্রবার বৈশ্বিক এ সংস্থাটি এ কথা বলেছে।


নয়া দিল্লি নিপার প্রাদুর্ভাবের কথা জানানোর পর হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, ভিয়েতনামসহ এশীয় অনেক কর্তৃপক্ষই তড়িঘড়ি তাদের বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষায় কড়াকড়ি আনার কথা জানিয়েছিল।


“ওই দুই রোগী থেকে সংক্রমণ আরও ছড়ানোর শঙ্কা কম বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা,” শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক ইমেইলে জানায় সংস্থাটি।


এ ধরনের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের সক্ষমতা ভারতের আছে, বলেছে তারা।


“এখন পর্যন্ত মানুষ থেকে মানুষে সংক্রমণ বাড়ার কোনো প্রমাণ নেই,” ভারতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে জানিয়ে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও