ফেনীর দুঃখ ঘোচাতে ভারতের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
এগারো দলীয় জোট সরকার গঠন করতে পারলে ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীর বন্যা সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
ফেনীতে নির্বাচনি জনসভায় তিনি বলেছেন, “এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এ ব্যাপারে ব্যাপার-স্যাপার আছে।
“আমরা তাদেরকে শ্রদ্ধা করি। আশা করি, তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে। এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করব ইনশাআল্লাহ।
“কারণ আমার দেশ রক্ষার অধিকার আমার। এই দায়িত্ব আমাকে নিতেই হবে। এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারব না।”
শুক্রবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বক্তব্য দিচ্ছিলেন শফিকুর রহমান।
উজানে পাহাড়ি ঢল আর অতি ভারি বৃষ্টির মধ্যে ২০২৪ সালের অগাস্টে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়।
অল্প সময়ের মধ্যে বাড়িঘর তলিয়ে যাওয়ার পর উপদ্রুতদের কেউ কেউ বলেছিলেন, জীবদ্দশায় বন্যার এমন ভয়াল রূপ দেখেননি।
স্থানীয়দের ভাষ্য, বন্যার সময় প্রায় প্রতি বছরই উজানের পানির ঢলে ফেনীর মুহুরী-কহুয়া-সিলোনিয়া নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়।