পাকিস্তানের স্পিন–জালে ফাঁসল অস্ট্রেলিয়া, জয়ে শুরু সালমানদের
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৪১
ট্রাভিস হেড নেমেই যেভাবে তেড়েফুঁড়ে ব্যাটিং শুরু করেছিলেন, তাতে চাপই অনুভব করার কথা পাকিস্তান অধিনায়কের। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক নিজের খেলা প্রথম ৯ বলেই মেরেছেন দুটি ছক্কা, দুটি চার। পাকিস্তানের ১৬৮ রান তাড়ায় অস্ট্রেলিয়া ২.২ ওভারেই করে ফেলে ২৭ রান।
তবে লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টুয়েন্টিতে হেডদের এই শুরুর ঝড় দীর্ঘায়িত হয়নি। পাকিস্তানের স্পিন–জালে ফেঁসে অস্ট্রেলিয়া এক শ তোলার আগেই হারিয়েছে ছয় উইকেট। শেষ পর্যন্ত তাদের ১৪৬ রানে আটকে দিয়ে পাকিস্তান ম্যাচ জিতেছে ২২ রানে।