২৭ বছরেই চলে গেলেন কোরীয় গায়িকা
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৩৯
কোরীয় গায়িকা মো সু-জিন মারা গেছেন। অ্যাকুস্টিক কোলাবো ব্যান্ডের এই সদস্য ২৪ জানুয়ারি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ২৭ বছর।
মো সু-জিনের এজেন্সি প্যানিক বাটন জানিয়েছে, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় গিয়ংগি প্রদেশের নামইয়াংজুতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।
এক বিবৃতিতে প্যানিক বাটন বলেছে, ‘আমরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবারের ইচ্ছা অনুযায়ী, কেবল পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।’