দেশের পোশাকশিল্পে নতুন চ্যালেঞ্জ ইইউ-ভারত বাণিজ্যচুক্তি

ডেইলি স্টার প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৩

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) হওয়ার ফলে ইউরোপের বাজারে ভারতের পোশাক রপ্তানিকারকেরা শুল্কমুক্ত সুবিধা পেতে যাচ্ছেন। এর ফলে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।


গত মঙ্গলবার ঘোষিত এই চুক্তিটি ইউরোপিয়ান কাউন্সিল, ইউরোপিয়ান পার্লামেন্ট এবং ভারতের পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে ২০২৭ সালে কার্যকর হওয়ার কথা রয়েছে।


চুক্তিটি কার্যকর হলে ইউরোপের বাজারে ভারতীয় পোশাকের ওপর বিদ্যমান ১২ শতাংশ শুল্ক উঠে গিয়ে তা শূন্যে নেমে আসবে। এর ফলে বাংলাদেশের পোশাক খাত এত দিন যে সুবিধা পেয়ে আসছিল, তা হুমকির মুখে পড়তে পারে।


এই চুক্তির আওতায় ইইউ ২০৩২ সালের মধ্যে ভারতে তাদের রপ্তানি দ্বিগুণ করতে চায়। বিনিময়ে ইইউ সাত বছরের মধ্যে ভারত থেকে আমদানিকৃত ৯৯ দশমিক ৫ শতাংশ পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করবে। এতে ইউরোপীয় কোম্পানিগুলোর অনুকূলে প্রায় ৪০০ কোটি ইউরোর শুল্ক সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে।


বর্তমানে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে ইইউতে শুল্কমুক্ত পোশাক রপ্তানি করছে। চলতি বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ বা গ্র্যাজুয়েশন হলেও পরবর্তী তিন বছর পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও