ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন–সুবিধা চালু করছে মেটা

প্রথম আলো প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৮

ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন–সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করছে মেটা। মেটার তথ্য অনুযায়ী, সাবস্ক্রিপশন–সুবিধা বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ সেবার বাইরে থাকবে। তবে নতুন এ সাবস্ক্রিপশন–সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক বাড়তি সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন। মেটা ভেরিফায়েডে ভেরিফায়েড ব্যাজ, সার্বক্ষণিক সরাসরি সহায়তা, ভুয়া পরিচয় থেকে সুরক্ষা, সার্চ অপটিমাইজেশন, বিশেষ স্টিকারসহ নানা সুবিধা পাওয়া গেলেও সেগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য নয়। নতুন সাবস্ক্রিপশন–সুবিধা সাধারণ ব্যবহারকারী, কনটেন্ট নির্মাতা ও ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে তৈরি করা হচ্ছে।


মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সাবস্ক্রিপশন–সুবিধাগুলো ব্যবহারকারীদের উৎপাদনশীলতা ও সৃজনশীলতা বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে এতে যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বেশ কিছু নতুন সুবিধা। কয়েক মাসের মধ্যেই ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে একটি প্রিমিয়াম অভিজ্ঞতা চালু করার পরিকল্পনা রয়েছে। এই অভিজ্ঞতার আওতায় ব্যবহারকারীরা কীভাবে কনটেন্ট শেয়ার করবেন এবং অন্যদের সঙ্গে যোগাযোগ রাখবেন, এ বিষয়ে আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। তবে মূল ব্যবহার অভিজ্ঞতা আগের মতোই বিনা মূল্যে থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও