পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই

প্রথম আলো প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৩০

পাকিস্তান কি টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে?


পাকিস্তান তাদের বিশ্বকাপ দল ঘোষণার পরও বিষয়টি এখনো নিশ্চিত নয়। ভারতের ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে অবশ্য নিশ্চিত, পাকিস্তান বিশ্বকাপে খেলবেই। অন্যদিকে ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে মনে করেন, বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই।


ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, তা জানা যাবে আগামীকাল অথবা আগামী সোমবার। গত ২৬ জানুয়ারি এ তথ্য জানিয়েছেন পিসিবির প্রধান মহসিন নাকভি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা।


হার্শা ভোগলে মনে করেন, পাকিস্তান শুধু কোলাহল সৃষ্টির জন্যই বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করছে। ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজে হার্শা বলেছেন, ‘পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে। অবশ্যই আসবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, তবে মানুষ বোকা নয়। তারা বিশ্বকাপ খেলবে।’


হার্শা যোগ করেন, ‘এটা ক্লাব ক্রিকেট না যে ওরা বলবে, ম্যানেজার আসেনি—তাই খেলব না, ওয়াকওভার দেব। এটা বিশ্বকাপ। তারা বলতে পারে না, আমরা ভারতের বিপক্ষে খেলব না। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটে এর বিশাল প্রভাব পড়বে।’


একই অনুষ্ঠানে রাহানে এর আগে বলেন, ‘আমার মনে হয় পাকিস্তান না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও