ঢাকা-১৫: নারীদের ভোটে নজর দুই শফিকের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০২

তিন-চারজনের ছোট ছোট দল হয়ে বাসায় বাসায় গিয়ে নারীদের কাছে ভোটের বার্তা পৌছে দিচ্ছেন জামায়াতে ইসলামীর নারী কর্মীরা। ‘ন্যয়-ইনসাফ’ প্রতিষ্ঠায় দলের আমির শফিকুর রহমানের পক্ষে ভোট চাইছেন তারা।


এমন একটি দলের সঙ্গে মধ্য মনিপুরে মঙ্গলবার বিকালে দেখা হয়ে গেল বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের। নিজে থেকে এগিয়ে গেলেন তিনি। ওই নারী প্রচার কর্মীদের হাতে নিজের বার্তা ও নির্বাচনি ইশতেহার তুলে দিলেন। বললেন, “আপনারা আমাকে একটা দেন (প্রচারপত্র), আমিও আপনাদের একটা দেই।”


পরে একই গলিতে আলাদাভাবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার পক্ষে প্রচার চালাতে দেখা গেল তাদের। জামায়াতের নারী কর্মীরা প্রচারপত্র বিলি করছেন। বিএনপির প্রার্থী মিল্টন গলির সড়কে থাকা বাসিন্দা, দোকানদারদের সঙ্গে কুশল বিনিময় করলেন। নিচ থেকে পাশের ভবনগুলোর বারান্দা, জানালা দিয়ে উঁকি দেওয়া বাসিন্দাদের প্রতি হাত নাড়লেন, চাইলেন ভোট।


রাজধানীর মিরপুর ও কাফরুল নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে নারীদের প্রচারকে ঘিরে সপ্তাহখানেক আগে যে অপ্রীতিকর ঘটনা ও উত্তেজনার সূত্রপাত হয়েছিল, সেখানে এখন এমন তুলনামূলক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের দেখা মিলল।


উভয় প্রচার শিবিরের লক্ষ্য এলাকার নারী ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছানো; প্রতীককে পরিচিত করে তোলা। এ আসনে ভাগ্য নির্ধারণে দুই প্রার্থীর চেষ্টাই নারী ভোটারদের আস্থা জয় করা। কেননা এখানকার মোট ভোটের প্রায় ৫০ শতাংশ নারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও