আইপিওতে স্বচ্ছতা ও সুশাসন জোরদারের বার্তা ডিএসইর

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ২০:৩১

পুঁজিবাজারে তালিকাভুক্তিকে কেবল আর্থিক অর্জন নয়, বরং কর্পোরেট সুশাসন, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির কৌশলগত অঙ্গীকার হিসেবে দেখছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিমালার মাধ্যমে মানসম্মত কোম্পানির তালিকাভুক্তি সহজ হবে, বাজারে শৃঙ্খলা বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ডিএসই ট্রেনিং একাডেমিতে ‘প্রবৃদ্ধির পরবর্তী পদক্ষেপ : তালিকাভুক্তির পথে অগ্রযাত্রা—প্রবৃদ্ধি, সুশাসন ও বিশ্বাসযোগ্যতা জোরদারের কৌশলগত দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারের আলোচনায় এসব তথ্য জানানো হয়। এতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, ডিএসই এবং অতালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও