সোনার গয়না না পরেও আকর্ষণীয় থাকবেন যেভাবে
সোনা বা বাদামি গয়না ছাড়া আকর্ষণীয় ও মার্জিত থাকা যায়। এর জন্য প্রয়োজন পোশাকের সঙ্গে মানানসই সাধারণ অ্যাক্সেসরিজ, সঠিক রঙের নির্বাচন এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা। সুতির শাড়ি, সালোয়ার কামিজ বা কুর্তার সঙ্গে ওড়না, স্কার্ফ, ছোট দুল কিংবা হাতঘড়ি ব্যবহার করে চমৎকার লুক আনা সম্ভব। স্টাইল মানে শুধুই দামি জিনিস নয় বরং নিজেকে উপস্থাপন করার ভঙ্গি, রঙের মিল এবং সামঞ্জস্যপূর্ণ অ্যাক্সেসরিজ থেকেই আসল আকর্ষণ প্রকাশ পায়।
১. পোশাকের কাট আর ফিটিং হোক আপনার অলংকার
ভালোভাবে ফিট করা একটি পোশাকই অনেক সময় সবচেয়ে বড় অলংকার হয়ে ওঠে। রং, কাপড় আর কাট যদি আপনার শরীরের গঠনের সঙ্গে মানানসই হয়, তাহলে আলাদা করে গয়নার প্রয়োজন পড়ে না। সাদামাটা কুর্তি, শাড়ি বা ওয়েস্টার্ন আউটফিটের পরিমিত স্টাইলই নজর কাড়ে।
২. মিনিমাল জুয়েলারির জাদু
স্বর্ণ না পরলেও রূপা, অক্সিডাইজড, পার্ল বা স্টোন জুয়েলারি আপনার লুকে আলাদা মাত্রা যোগ করতে পারে। ছোট স্টাড, স্লিম ব্রেসলেট বা একটি ছোট নেকপিস পরা এখন ট্রেন্ড।
৩. আত্মবিশ্বাসই সবচেয়ে দামি অলংকার
যে মানুষের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে তার উপস্থিতি এমনিতেই আলাদা করে চোখে পড়ে। মাথা উঁচু করে হাঁটা, চোখে আর মুখে হালকা হাসি-এসবের কাছে সোনার গয়নার ঝিলিকের কাছে হার মানে।
- ট্যাগ:
- লাইফ
- আকর্ষণীয়
- সোনার গহনা