সিম কার্ডের এক পাশ কেন কাটা থাকে, জানেন কি?

যুগান্তর প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ১৬:০৮

মোবাইল ফোন ছাড়া আধুনিক জীবন কল্পনাই করা যায় না। কল করা, ইন্টারনেট চালানো কিংবা মেসেজ পাঠানো—সব কিছুর জন্য প্রয়োজন একটি ছোট্ট সিম কার্ড। তবে লক্ষ করলে দেখা যায়, প্রতিটি সিম কার্ডের এক কোণা কাটা থাকে। দেখতে সাধারণ এই বিষয়টির পেছনে লুকিয়ে আছে ব্যবহারিক ও নিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ কারণ।


অনেকেই মনে করেন, এটি হয়তো কেবল নকশাগত ব্যাপার। বাস্তবে কিন্তু তা নয়। এই কাটা কোণার মূল উদ্দেশ্য হলো সিম ব্যবহারে ভুল কমানো এবং ফোনকে সুরক্ষিত রাখা।


সিম ঠিকভাবে বসানোর সুবিধা


সিম কার্ডের পূর্ণরূপ হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এর ভেতরেই সংরক্ষিত থাকে আপনার নম্বর ও নেটওয়ার্ক সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য। সিম যদি উল্টো বা ভুলভাবে ফোনে ঢোকানো হয়, তাহলে সেটি কাজ করবে না।


এই সমস্যা এড়াতেই সিম কার্ডের এক পাশ কেটে দেওয়া হয়। ফলে ব্যবহারকারী সহজেই বুঝতে পারেন, কোন দিকে সিম বসাতে হবে। একই কারণে মোবাইলের সিম ট্রেতেও ওই কাটা কোণার সঙ্গে মিল রেখে নির্দিষ্ট জায়গা থাকে, যাতে সিম শুধু সঠিকভাবেই প্রবেশ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও