ফ্যাশনের রাজধানীকে যে জাদুতে মুগ্ধ করলেন ডিওরের প্রধান ডিজাইনার
প্রথম আলো
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১৯:১৪
ঐতিহ্যকে সম্মান দেখানো আর সাহস করে নতুন কিছু করা—এই দুইয়ের ঠিকঠাক মিশ্রণ হলেই আজকের দিনে কোনো নামী ব্র্যান্ড নতুনভাবে সফল হতে পারে। ক্রিশ্চিয়ান ডিওর ব্র্যান্ডের জন্য নিজের প্রথম হাউট কতুরের (সবচেয়ে বিলাসবহুল পোশাকের নকশাপদ্ধতি) শোয়ে ডিজাইনার জনাথন অ্যান্ডারসন দেখিয়েছেন, তিনি এই দুটি কাজই খুব ভালো পারেন। গতকাল ২৬ জানুয়ারি ফ্রান্সের প্যারিসের এক বিশাল হলরুম সেজেছিল জনাথনের থিমে। কারণ, এখানেই সব ফ্যাশনবোদ্ধাকে মুগ্ধ করেছে ডিওরের হয়ে জনাথনের নকশা করা এই বছরের স্প্রিং–সামার হাউট কতুর সংগ্রহ।
জনাথন অ্যান্ডারসন বিখ্যাত আইরিশ ফ্যাশন ডিজাইনার। আগে লোয়েভে নামের একটি স্প্যানিশ বিলাসবহুল ব্র্যান্ডকে নতুনভাবে জনপ্রিয় করে তুলেছিলেন। ২০২৫ সালে ক্রিশ্চিয়ান ডিওরের প্রধান ডিজাইনার নিযুক্ত হন।