বিকাশে টাকা দিয়ে ভোট চাইছে একটা গুপ্ত দল: বিএনপি প্রার্থী রবিউল আলম

প্রথম আলো প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:৫৫

একটি বিশেষ রাজনৈতিক দল বিকাশে টাকা পাঠিয়ে নিজেদের পক্ষে ভোট চাইছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, বিশেষ এই রাজনৈতিক দলটি তাঁর আসনে গুপ্তভাবে মানুষকে বিকাশে টাকা দিচ্ছে। তারা অনৈতিক ও অবৈধ পন্থায় ষড়যন্ত্র করছে। তবে গুপ্ত থাকায় তাদের খুঁজে পাওয়া কঠিন হচ্ছে।


আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-১০ আসনের হাজারীবাগ এলাকায় জনসংযোগে গিয়ে এসব কথা বলেন শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘বিকাশে টাকা দেওয়া ছাড়া আরেকটি দলের অপতৎপরতা আছে। তারা পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী। তারা চাইছে মানুষ যাতে ভোটমুখী না হয়। এই দুটি চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হচ্ছে।’


ঢাকা-১০ আসনে কেউ ষড়যন্ত্র করে সফল হবে না বলে মন্তব্য করেন রবিউল আলম। তিনি বলেন, ‘জনগণ যেখানে সোচ্চার থাকে, প্রার্থীর যেখানে জনপ্রিয়তা থাকে, আর বিএনপির প্রার্থীর সাথে যখন সব শ্রেণি–পেশার মানুষ থাকে, সেখানে সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও