এখন কি সোনা বিক্রি করবেন

প্রথম আলো প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:২৫

সোনার দাম বাড়তে বাড়তে প্রায় ‘এভারেস্টের চূড়ায়’ পৌঁছে গেছে। সোনার দাম কতটা বেড়েছে, সেটি বোঝার জন্য এক বছর পেছনে যাওয়া যাক। গত বছরের এই সময়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ৪১ হাজার টাকা। গত ১২ মাসে ধাতুটির দাম ১ লাখ ২১ হাজার টাকা বেড়ে ২ লাখ ৬২ হাজার টাকায় দাঁড়িয়েছে।


বাংলাদেশে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো সংস্থায় এমন কোনো পণ্য নেই, যেখানে ১ লাখ ৪১ হাজার টাকা বিনিয়োগ করলে এক বছরেই ১ লাখ ১৫ হাজার টাকা মুনাফা মিলবে। সে জন্য দাম বাড়ায় স্বাভাবিকভাবেই বিনিয়োগের জন্য ভালো উপকরণ হয়ে উঠেছে সোনা। যদিও দেশে সরাসরি সোনায় বিনিয়োগের উপায় নেই, অলংকার কিনতে হয়। এক ভরির অলংকার বানাতে গেলে সোনার দামের সঙ্গে ভ্যাট ও মজুরি বাবদ ১১ শতাংশ অর্থ বাড়তি দিতে হবে। তারপরও সোনা লাভজনক।


তবে সোনায় অনিশ্চয়তাও আছে। কারণ, বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতির সঙ্গে সোনার দামে উত্থান-পতন ঘটে। বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা মানে সোনার মূল্যবৃদ্ধি, এবারও তা–ই হয়েছে। ইরানে বিক্ষোভ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নেওয়াসহ ভূরাজনৈতিক অস্থিরতার জেরে মাসখানেক আগে সোনার দাম নতুন করে বাড়তে থাকে। অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা সাধারণত সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুকে ‘নিরাপদ আশ্রয়’ হিসেবে দেখেন। ফলে যা হওয়ার, তা-ই হচ্ছে। বৈশ্বিক বাজারে আজ সোমবার ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।


বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির জেরে দেশেও সোনার দর পাল্লা দিয়ে বাড়ছে। আজ ভরিতে দেড় হাজার টাকা দাম বেড়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে ভরিপ্রতি বাড়ছে ৫ হাজার ২৪৯ টাকা। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকায়। ইতিমধ্যে সোনার দাম যে পর্যায়ে পৌঁছেছে, তাতে অনেকেই পুরোনো সোনার অলংকার বিক্রির চিন্তাভাবনা করছেন। বিক্রি করলে মুনাফা কত পাবেন, সেই হিসাব–নিকাশও করে ফেলেছেন কেউ কেউ। তবে দাম টানা বাড়তে থাকায় সেই হিসাব–নিকাশ প্রায় প্রতিদিন পরিবর্তন হচ্ছে।


বর্তমান সময়ে পুরোনো সোনার অলংকার বিক্রি করে মুনাফা তুলে নেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? নাকি দাম আরও বৃদ্ধির পাবে, সেই অপেক্ষায় থাকলে বেশি লাভ হবে? এ প্রসঙ্গে পরে আসছি। তার আগে বলা যাক, এখন পুরোনো সোনার অলংকার বিক্রি করলে মুনাফা কত মিলবে?


সাধারণত জুয়েলার্সে বা সোনার দোকানে পুরোনো অলংকার বিক্রি করতে গেলে তারা ওজন করার পর তা কোন ক্যারেটের সোনা, সেটি নিশ্চিত হবে। তারপর অলংকারটির বর্তমান ওজন থেকে ১৭ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে। ধরুন, আপনি বছর দশেক আগে প্রায় ৭০ হাজার টাকায় ২২ ক্যারেটের এক ভরি ওজনের অলংকার কিনেছিলেন। এখন সেটি বিক্রি করতে গেলে আপনি ২ লাখ ১৭ হাজার টাকা পাবেন। তাতে ভরিতে আপনার মুনাফা হবে ১ লাখ ৪৭ হাজার টাকা। ২১ ও ১৮ ক্যারেটের অলংকার হলে মুনাফা ভিন্ন হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও