পাকিস্তান বিশ্বকাপ বর্জন করলে বাংলাদেশকে ডাকতে পারে আইসিসি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:২৮

আইসিসির কোনো ইভেন্ট বা এশিয়া কাপ শুরুর আগে থেকেই নানা আলোচনায় সরগরম থাকে। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে না হতেই যে নাটকীয় ঘটনা ঘটছে, তা যেন থ্রিলার মুভির গল্পকেও ছাড়িয়ে গেছে। বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলার পর পুনরায় টুর্নামেন্টে ফেরানোর চিন্তাভাবনা করছে আইসিসি।


বাংলাদেশের ফের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে গত রাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নাম কেটে ফেলার পর লিটন দাস-তানজিদ হাসান তামিমদের বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো হয়েছে মূলত পাকিস্তানের বর্জন ‘নাটকের’ কারণে। আইসিসির এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘যদি পাকিস্তান বিশ্বকাপ বর্জন করে, তাদের পরিবর্তে বাংলাদেশকে সুযোগ দেওয়া যেতে পারে। বাংলাদেশ তখন ‘এ’ গ্রুপে পড়বে ও সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে যেটা বিসিবি আসলে চেয়েছিল। সে ক্ষেত্রে লজিস্টিকাল চ্যালেঞ্জ কম থাকবে।’

আইসিসি ২৪ জানুয়ারি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা করেছে। একই দিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেছিলেন, বাংলাদেশের প্রতি আইসিসি অবিচার করেছে। কারণ, বিসিবি যে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিতে চেয়েছিল, আইসিসি তা মেনে নেয়নি। বিসিবি তাদের আগের অবস্থানে অনড় থাকায় লিটন-তামিমদের বিশ্বকাপে খেলা হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও