দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হচ্ছে।
গত বছর হওয়া একটি বাণিজ্য চুক্তি 'মানা হয়নি'—এই অভিযোগ এনে তিনি এ ঘোষণা দিলেন। বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত গাড়ি, কাঠ, ওষুধসহ বিভিন্ন পণ্যের ওপর বর্তমানে ১৫ শতাংশ হারে যে শুল্ক আছে, তা বাড়ানো হবে। একই সঙ্গে অন্যান্য সব পারস্পরিক শুল্কের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা চুক্তিটি অনুমোদনে ধীরগতি দেখাচ্ছেন, অথচ আমরা চুক্তি অনুযায়ী দ্রুত আমাদের শুল্ক কমিয়েছি।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তাদের কিছু পণ্যের ওপর শুল্ক বাড়ানোর বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি। বিষয়টি নিয়ে তারা ওয়াশিংটনের সঙ্গে জরুরি আলোচনায় বসতে চায়।
দেশটি আরও বলেছে, বর্তমানে কানাডায় থাকা দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী কিম জং-কোয়ান যত দ্রুত সম্ভব ওয়াশিংটনে গিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক করবেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শুল্ক বৃদ্ধি
- আমদানি পন্য