আমি সিঁড়িতে উঠতে বিশ্বাসী, লিফটে নয়

প্রথম আলো প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৫৫

দেশের চার টেলিভিশন চ্যানেলে চলছে স্বর্ণলতা দেবনাথ-এর চারটি ধারাবাহিক। মাঝেমধ্যে উপস্থাপনাও করেন। তরুণ এই অভিনেত্রীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো।


প্রথম আলো: মাছরাঙা ও দীপ্ত টিভিতে আপনার দুটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে।


স্বর্ণলতা দেবনাথ : ঠিকই দেখেছেন। মাছরাঙায় ‘তেল ছাড়া পরোটা’ আর দীপ্ততে ‘রূপনগর’। দুই ধরনের গল্প। আমার চরিত্রও আলাদা করার মতো। এই দুই চ্যানেল ছাড়াও বাংলাভিশনে ‘মাথা গরম ফ্যামিলি’ এবং আরটিভিতে ‘ভাইরাল পরিবার’ ধারাবাহিকেও আমি আছি। চার চ্যানেলে চার ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে।
প্রথম আলো : 


একসঙ্গে এত ধারাবাহিক, সমস্যা হয় না?


স্বর্ণলতা দেবনাথ : শুটিং শিডিউল এমনভাবে সাজানো, সমস্যা হয় না। তবে মাঝেমধ্যে পোশাকের কন্টিনিউটি নিয়ে কনফিউশনে পড়লেও শুটিং ইউনিটের কারণে উতরে যাই। অভিনয়ে ব্যস্ত এই সময়টা উপভোগ করছি; কারণ, অভিনয়ে আমি ব্যস্ত হতেই চেয়েছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও