মাইক্রোসফট পেইন্টে এখন টেক্সট দিলেই তৈরি হবে ছবি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৩

শিশুদের বিনোদন ও সৃজনশীল কাজে নতুন মাত্রা যোগ করতে মাইক্রোসফট পেইন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক কালারিং বুক তৈরির ফিচার চালু করেছে মাইক্রোসফট। পরীক্ষামূলকভাবে উইন্ডোজ ইনসাইডারদের জন্য উন্মুক্ত এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু লেখা নির্দেশনা (টেক্সট প্রম্পট) দিয়েই বিভিন্ন কালারিং পেজ তৈরি করতে পারবেন।


নতুন এই ফিচারে ব্যবহারকারী যে কোনো দৃশ্য বা বস্তুর বর্ণনা লিখলে এআই স্বয়ংক্রিয়ভাবে একাধিক ডিজাইনের কালারিং পেজ তৈরি করবে। মাইক্রোসফটের দেওয়া উদাহরণ অনুযায়ী, ‘একটি ডোনাটের ওপর বসে থাকা তুলতুলে বিড়াল’ লিখলে সেই ধারণা অনুযায়ী বিভিন্ন স্টাইলের ছবি তৈরি হবে। ব্যবহারকারীরা সেখান থেকে পছন্দের ছবিটি নির্বাচন করে সংরক্ষণ, কপি কিংবা প্রিন্ট করতে পারবেন।


মাইক্রোসফট মনে করছে, বিশেষ করে শিশুদের সৃজনশীলতা বিকাশ ও বিনোদনের ক্ষেত্রে এই ফিচারটি কার্যকর ভূমিকা রাখবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও